প্রিয় প্রবাসী ভাই/বন্ধুগণ, সালাম ও শুভেচ্ছা রইল। চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশই নানা রকম চ্যালেঞ্জের মোকাবেলা করছে। এরমধ্যে অন্যতম হচ্ছে বৈদেশিক মুদ্রার সংকট। এ ব্যাপারে বাংলাদেশ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলায় প্রবাসী বাংলাদেশীদেরও একটি বলিষ্ঠ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। এই প্রেক্ষিতে সকল প্রবাসী বাংলাদেশীদেরকে তাদের আয়কৃত অর্থ রেমিটেন্স হিসেবে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে প্রেরণের জন্য মান্যবর হাই কমিশনার মহোদয়ের অনুমোদনক্রমে বিনীত অনুরোধ জানাচ্ছি।ধন্যবাদান্তে, মোঃ হারুন অর রশীদ , প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ হাই কমিশন, নাইরোবি। প্রিয় বাংলাদেশি ভাই-বোনেরা, আপনাদের জানাচ্ছি যে, বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যকার এয়ার সার্ভিস চুক্তি বিগত ১২ জানুয়ারি ২০২৩ ইং তারিখে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে এই প্রথম কোন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আশা করা যায় এর ফলে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে।  ধন্যবাদান্তে, মোঃ নাসির উদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা, বাংলাদেশ হাই কমিশন, নাইরোবি

Press Release

Search

# Title Publish Date Archieve Date Attachments
1 Celebration of Victory Day 2022 27-12-2022 27-12-2022
2 Celebration of Victory Day 2022, published in social media 27-12-2022 27-12-2022