Bangladesh High Commission Passport/Visa/Consular/Attestation fees are only accepted through designated Bank Account. No other Agency/Website or person has been given the responsibility to accept such fees.
**চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশই নানা রকম চ্যালেঞ্জের মোকাবেলা করছে। এরমধ্যে অন্যতম হচ্ছে বৈদেশিক মুদ্রার সংকট। এ ব্যাপারে বাংলাদেশ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলায় প্রবাসী বাংলাদেশীদেরও একটি বলিষ্ঠ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। এই প্রেক্ষিতে সকল প্রবাসী বাংলাদেশীদেরকে তাদের আয়কৃত অর্থ রেমিটেন্স হিসেবে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে প্রেরণের জন্য মান্যবর হাই কমিশনার মহোদয়ের অনুমোদনক্রমে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে**। বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যকার এয়ার সার্ভিস চুক্তি বিগত ১২ জানুয়ারি ২০২৩ ইং তারিখে স্বাক্ষরিত হয়েছে। ফলে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে। সকল প্রবাসী বাংলাদেশীগণকে সার্বজনীন পেনশন স্কিমের সুফল ভোগের সুযোগ দেয়ার লক্ষ্যে এসংক্রান্ত প্রাপ্ত সার্কুলার সমূহ দূতাবাসের ওয়েব সাইটের নোটিশ বোর্ডে সংযুক্ত করা হলো।
His Excellency Mr. Tareque Muhammad
Profile