High Commission Service Fees

Bangladesh High Commission Passport/Visa/Consular/Attestation fees are only accepted through designated Bank Account. No other Agency/Website or person has been given the responsibility to accept such fees.




প্রবাসী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে লেখা আহ্বান

প্রিয় কমিউনিটি, সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আগামী ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ প্রথম বারের মত ”জাতীয় প্রবাসী দিবস-২০২৩” উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একটি স্মরনিকা/স্যুভেনির প্রকাশের জন্য প্রবাসী বাংলাদেশীগণের মধ্য হতে আলোচ্য পত্রের বিষয়বস্তু অনুসারে লেখা আহ্বান করা হয়েছে। আগ্রহী ব্যক্তি/ব্যক্তিবর্গকে আগামী ২৮ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে বর্ণিত ইমেলে তাদের লেখনী সংশ্লিষ্ট ছবিসহ প্রেরণের জন্য মান্যবর হাই কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে বিনীত অনুরোধ জানানো হলো।  শুভেচ্ছান্তে, মোঃ হারুন অর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ হাই কমিশন, নাইরোবি।